মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নৈশপ্রহরীদের বেঁধে বিদ্যুৎ অফিসে চুরি ‎

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম
নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে চুরি
expand
নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে চুরি

দিনাজপুরের বোচাগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিদ্যুৎ অফিসে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার আবাসিক প্রকৌশলী নেসকো অফিসে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

‎খোঁজ নিয়ে জানা যায়, রোববার দিনগত রাত ২টার দিকে ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে আবাসিক প্রকৌশলী নেসকোর বিদ্যুৎ অফিসে প্রবেশ করে।

প্রথমে তারা রাতে ডিউটিতে থাকা ৩ জন পাহারাদারকে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর অফিসের বিভিন্ন কক্ষ তছনছ করে গ্রাহকদের জমা দেওয়া ৯৭ হাজার ৪ শত টাকা, ২টি ল্যাপটপ ও বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

‎সিসি টিভিতে দেখা যায়, ৭/৮ জনের একটি দল মুখে কাপড় বেধে ও হাতে দেশীয় অস্ত্র নিয়ে রাত ২টার দিকে বিদ্যুৎ অফিসে প্রবেশ করছে। তারা রাত ৪টার দিকে বিদ্যুৎ অফিসের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায়।

‎এএসপি মো. মনিরুজ্জামান জানান, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X