মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হেরোইনসহ মা ও মেয়ে গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
অভিযান চালিয়ে হেরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
expand
অভিযান চালিয়ে হেরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গীবাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিনা বেগম ও তার মেয়ে সুইটি বেগম।

সেনাবাহিনী সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধমূলক কর্মকাণ্ড দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে আনুমানিক তিন লক্ষ টাকা মূল্যের ৬০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক মা ও মেয়েকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গীবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X