মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলায় যুবক আহত

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
হামলায় যুবক আহত
expand
হামলায় যুবক আহত

রাজবাড়ী জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলায় মো. ইনসান (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এঘটনা ঘটে।

আহত মো. ইনসান রাজবাড়ী সদর উপজেলার বিনোতপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা মুকুল মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের সামনে হাজিরা দিতে আসার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডের ১৯ নম্বর বেডে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X