মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
ভ্রাম্যমাণ আদালত অভিযান
expand
ভ্রাম্যমাণ আদালত অভিযান

কুষ্টিয়ায় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত এক প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শন নিষিদ্ধ।

অভিযানে দেখা যায়, কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার ও ক্যালেন্ডার বিভিন্ন দোকানে টাঙানো রয়েছে, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। এসময় পোস্টার প্রদর্শনের দায়ে আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে পোস্টার ও ক্যালেন্ডার অপসারণের নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X