

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সীমান্ত মানেই কেবল কাঁটাতার, পাহারা আর কঠোর নিরাপত্তা—এই ধারণা ভেঙে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) প্রত্যন্ত ও দুর্গম চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক বার্তা পৌঁছে দিচ্ছে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় লোক চক্ষুর অন্তরালে ও রাতের আঁধারে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। সীমান্ত এলাকার হতদরিদ্র পরিবার, নারী ও শিশুদের জন্য এসব উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু সীমান্ত পাহারা নয়—দুর্যোগ, অসুখ কিংবা অভাবের সময় বিজিবি সদস্যদের তারা পাশে পান। অনেক সময় দুর্গম চরাঞ্চল বা সীমান্তবর্তী গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেও মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখছে বাহিনীটি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি “জনগণের আস্থা অর্জন”কে গুরুত্ব দিয়ে নিয়মিত মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এতে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠছে।
বিজিবির এই মানবিক ভূমিকা সীমান্ত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করছে। নিরাপত্তা ও মানবিকতার সমন্বয়ে সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাহিনী।
সীমান্ত এলাকায় শীতার্ত অসহায় মানুষের পাশে স্ব-হস্তে উষ্ণতার প্রতীকী স্বরূপ কম্বল নিয়ে দ্বারে দ্বারে হাজির হন। তাঁর এ মানবিকতায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত ও আশ্চার্যান্বিত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই উদার ও জনহিতকর কর্মকান্ডে বিজিবি’র ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে। মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের মানবদরদী কর্মকান্ডে সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে।
সীমান্তে তাই বিজিবি এখন শুধু নিরাপত্তার প্রতীক নয়মানবিকতার নির্ভরতার নামও।
মন্তব্য করুন
