মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির বিশেষ অভিযানে পিস্তল ও চাকুসহ আটক ১

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
পিস্তল ও চাকুসহ আটক ১
expand
পিস্তল ও চাকুসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের ঝিমনখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ও চাকুসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় ১টি পিস্তল ও ১টি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত হলো টেকনাফ উপজেলার গোদার বিল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ রফিক। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিমনখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সম্প্রতি উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X