মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা আলমগীর

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৬:০৩ পিএম
বিএনপি নেতা আলমগীর
expand
বিএনপি নেতা আলমগীর

ভোলা-১ (সদর) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। সোমবার (১২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জেলা রিটার্নিং অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী, এই আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ-কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। মূলত জোটের ঐক্য বজায় রাখা এবং একক প্রার্থী নিশ্চিত করতেই গোলাম নবী আলমগীর তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

নাটকীয় পরিবর্তন ও তারেক রহমানের নির্দেশনা সূত্রে জানা গেছে, শুরুতে আন্দালিব রহমান পার্থকে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এবং বিএনপি নেতা তারেক রহমান দেশে ফেরার পর দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই পরিবর্তন আনা হয়। দীর্ঘ জল্পনা-কল্পনা ও আন্দোলনের পর শেষ পর্যন্ত তাকে তার নিজ এলাকা ভোলা-১ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

গোলাম নবী আলমগীরের প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে ভোলা-১ আসনে জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এখন আন্দালিব রহমান পার্থ জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X