

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় চরপাকেরদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ দুইজনকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরনগর এলাকার নিজ বাড়ি থেকে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন (৪৮) কে আটক করা হয়। তিনি চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি ছিলেন। শাহিন শাহর দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে একই রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে আমিনুল ইসলাম (৪৯) কে আটক করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কৃষিঋণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক। মিজানুর রহমানের দায়ের করা নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।
আটকের খবর ছড়িয়ে পড়লে সোমবার সকাল ১০টার দিকে প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনের মুক্তির দাবিতে প্রায় অর্ধশত স্থানীয় মানুষ মাদারগঞ্জ মডেল থানার গেটের সামনে অবস্থান নেয়। প্রায় আধা ঘণ্টা তারা সেখানে বিক্ষোভ করে।
পরে সোমবার বেলা ১১টার দিকে আটককৃত দুইজনকে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নাশকতা মামলায় আটক দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
