

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে পিকআপ ভ্যান র্যালি করেছে ছাত্রজনতা। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে তিনটি পিকআপ ভ্যান নিয়ে এ র্যালি বের করা হয়।
র্যালটি নগরীর সদর রোড, হাসপাতাল সড়ক, নথুল্লাবাদ, কাউনিয়া, আমতলা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘হাদি হত্যার বিচার চাই, খুনিদের গ্রেপ্তার কর, বিচারহীনতার সংস্কৃতি চলবে না, দ্রুত বিচার নিশ্চিত কর- এমন নানা স্লোগান দেন। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণ বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত দৃষ্টিগোচর কোনো বিচারিক অগ্রগতি না থাকায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
এ হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তি নয়, বরং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত বলে মন্তব্য করেন তারা। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠক জিয়াউর রহমান নাইম।
তিনি বলেন,“ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর আমরা দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি। বরিশালের ছাত্রজনতা বারবার আন্দোলনে নামলেও অপরাধীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। এটি প্রমাণ করে দেশে বিচারহীনতার সংস্কৃতি কতটা ভয়াবহভাবে বিস্তৃত হয়েছে।
তিনি আরও বলেন,“এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ওসমান বিন হাদি হত্যায় জড়িত সকলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”
মন্তব্য করুন
