

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষাবর্ষের প্রথম দিন শুরু হলেও যশোর জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে সব শ্রেণির নতুন পাঠ্যবই পৌঁছায়নি। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে। জেলার বিভিন্ন দাখিল ও আলিম মাদরাসায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির একটি বইও হাতে পায়নি শিক্ষার্থীরা। ফলে নতুন বছরের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়েও একই চিত্র। কোথাও ষষ্ঠ ও নবম শ্রেণির কিছু বই মিললেও সপ্তম ও অষ্টম শ্রেণির বই প্রায় অনুপস্থিত। অনেক প্রতিষ্ঠানে মাত্র হাতে গোনা কয়েকটি বই দিয়ে বছরের প্রথম দিন শুরু করতে হচ্ছে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির কিছু বই এলেও সপ্তম শ্রেণির কোনো বই পাওয়া যায়নি। একই উপজেলার মূলগ্রাম দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত একটি বইও মাদরাসায় আসেনি।
কাস্তা গহর আলী দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান জানান, নতুন বই ছাড়া নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরু করা কঠিন হয়ে পড়েছে। যশোর সদরের বাদশাহ ফয়সাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রবিউল ইসলাম বলেন, ‘ষষ্ঠ ও নবম শ্রেণির অধিকাংশ বই পেলেও সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনও আসেনি।’
খরিচাডাঙ্গা, শেখহাটি, বাহাদুরপুর, মনোহরপুর ও বাগআঁচড়া এলাকার বিদ্যালয়গুলোতেও একই অবস্থা। প্রায় সবখানেই অষ্টম শ্রেণির বই সবচেয়ে বেশি সংকটপূর্ণ।
জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ে মোট বইয়ের চাহিদা ৩৫ লাখের বেশি হলেও এ পর্যন্ত এসেছে মাত্র ১১ লাখের কিছু বেশি। অষ্টম শ্রেণির বই এখনও জেলা পর্যায়ে পৌঁছায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাস, আগামী ১০ জানুয়ারির মধ্যে সব বই হাতে পৌঁছাবে।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শতভাগ বই ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সরবরাহ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বই বিতরণে কোনো সংকট নেই।
যশোর জেলা শিক্ষা অফিসার শেখ মাহফুজুল হোসেন বলেন, কিছু শ্রেণির বই বিলম্বে এসেছে এবং কিছু এখনো পথে রয়েছে। তিনি আরও জানান, তিন দিনের শোক কর্মসূচি ও মাউশির নির্দেশনা না থাকায় এবার আনুষ্ঠানিক বই উৎসব আয়োজন করা হয়নি।
মন্তব্য করুন
