

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার আগেই ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, বিকেল আনুমানিক ৫টার দিকে জয়শঙ্কর ঢাকা ত্যাগ করেন।
অত্যন্ত স্বল্প সময়ের এই সফরে তিনি সাবেক প্রধানমন্ত্রীর শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ বার্তাও পৌঁছে দেন।
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জয়শঙ্কর খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীর একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।
সংক্ষিপ্ত এই সফরে জয়শঙ্কর অন্তর্বর্তী সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ও কুশল বিনিময় করেন।
এছাড়া সফরকালে তিনি পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্তব্য করুন
