

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ইমরান বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। বেকারির ভেতরে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ক্রিম রোল, রুটি সহ বিভিন্ন বেকারি পণ্য তৈরি করা হচ্ছিল। খাদ্যদ্রব্যে ক্ষতিকর রাসায়নিক ও নিষিদ্ধ উপকরণের ব্যবহার পরিলক্ষিত হয়।
পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের সঠিক তথ্য সংরক্ষণে অবহেলা পাওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোনাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত পণ্য উৎপাদনের আহ্বান জানান।
মন্তব্য করুন
