সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ইস্ট-ওয়েস্ট সীডের বীজে স্বপ্ন দেখছেন প্রান্তিক কৃষকরা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
ইস্ট-ওয়েস্ট সীডের বীজ
expand
ইস্ট-ওয়েস্ট সীডের বীজ

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ গ্রামে বসবাস করে এবং কৃষির ওপর নির্ভরশীল। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ায় বর্তমানে অনেক কৃষক স্বল্প সময়ে অধিক ফলন অর্জনে সফল হচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইস্ট-ওয়েস্ট সীডের উন্নত বীজ ব্যবহার করে প্রান্তিক কৃষকরা আশাব্যঞ্জক ফলন পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা।

রবিবার(২৮ ডিসেম্বর)সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ছোটদারোগা হাট এলাকায় ইস্ট-ওয়েস্ট সীডের আয়োজনে অনুষ্ঠিত উন্মুক্ত মাঠ দিবসে কৃষকরা এসব অভিজ্ঞতার কথা জানান।

ইস্ট-ওয়েস্ট সীডের প্রোডাক্ট ডেভলপমেন্ট অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িঘর বেড়ে যাওয়ায় কৃষিজমি কমে যাচ্ছে। এই বাস্তবতায় আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়ানো ছাড়া বিকল্প নেই।

ইস্ট-ওয়েস্ট সীডের প্রদর্শনী মাঠ ঘুরে দেখা যায়, সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তি থাকলে অল্প সময়েই ভালো ফলন সম্ভব। এতে দেশের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বিশ্ব বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া সম্ভব হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট সীডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল এবং প্রোডাক্ট ম্যানেজার মহিবুল্লাহ ইবনে হক।উন্মুক্ত মাঠ দিবসে মোট ১৫টি ফসলের ৪৮টি জাত প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফসলগুলোর মধ্যে ছিল করলা, লাউ, ঝিঙ্গা, ধুন্দল, মিষ্টি কুমড়া, চালকুমড়া, চিচিঙ্গা, মরিচ, ঢেঁড়স, সুইট কর্ন, বরবটি, টমেটো, বেগুন, গাঁদা ফুল ও তরমুজ।

এ সময় মাঠ পরিদর্শনে আসা কৃষকরা জানান, ইস্ট-ওয়েস্ট সীডের উন্নত জাতের বীজ ব্যবহার করে তারা স্বল্প সময়ে বেশি ফলন পাচ্ছেন, যা তাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X