সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সংলাপ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সংলাপ
expand
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা অংশ নেন।

সংলাপে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলোর জন্য নয়, বরং বাংলাদেশের আপামর জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত। একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে রাজনৈতিক দল, প্রার্থী এবং নাগরিক সমাজের সম্মিলিত ভূমিকার কোনো বিকল্প নেই। জনআকাঙ্ক্ষার প্রতিফলন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক সম্প্রীতি ও অহিংসা বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিক সমাজের সামনে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে হবে। অহিংসা, পারস্পরিক সম্মান ও সহনশীলতার চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকারই এই সম্প্রীতি সংলাপের মূল উদ্দেশ্য।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এ বি এম মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা গাজী নিয়াজুল করীম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউল্লাহ, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী লিটন হুসাইন জিহাদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট রুবাইয়াত হাসান ও ম্যাফ সদস্য শাহাদত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ), ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান সানি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজনৈতিক সম্প্রীতি স্মারকে স্বাক্ষর করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ইউকেএইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত ‘বাংলাদেশ স্ট্রেন্থেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস)’ প্রকল্প এই উদ্যোগে সহায়তা প্রদান করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X