রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩ 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
সড়ক দুর্ঘটনা
expand
সড়ক দুর্ঘটনা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্রুতগামী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে লালমোহন থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ভোলা সদরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় (ইদারার মূল) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন যাত্রীর মৃত্যু হয়।

নিহত ৩ জন: মো. মিজান (পিতা: আবু তাহের, গ্রাম: ভেদুনিয়া, লালমোহন)। রিয়াজ উদ্দিন (পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি) অজ্ঞাতনামা ১ জন (এখনও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি)। আহত: অন্তত ৪ জন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান: "মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X