রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পাখি শিকার বন্ধে জেলাব্যাপী প্রচারণা শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
চুয়াডাঙ্গায় পাখি শিকার বন্ধে জেলাব্যাপী প্রচারণা
expand
চুয়াডাঙ্গায় পাখি শিকার বন্ধে জেলাব্যাপী প্রচারণা

"পাখি প্রকৃতির অলংকার ও কৃষকের অকৃত্রিম বন্ধু" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পাখি শিকার, ক্রয়-বিক্রয় ও পাচার রোধে মাসব্যাপী প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে পরিবেশবাদী সংগঠন 'বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ'।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০টি ইউনিয়নে এই প্রচারণার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

উদ্বোধনকালে তিনি বলেন, "জীববৈচিত্র্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। বন্যপ্রাণী সংরক্ষিত না হলে মানুষের অস্তিত্ব সংকটে পড়বে। পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে এই সংগঠনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানি খন্দকার এবং পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজাহান।

সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, চুয়াডাঙ্গার বিভিন্ন জলমহালে স্থানীয় ও পরিযায়ী পাখির বিচরণ থাকলেও অসাধু শিকারিরা প্রতিনিয়ত পাখি নিধন করছে। কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষায় পাখি শিকার বন্ধ করা জরুরি।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় তাদের এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় সংগঠনের কর্মী নীরব, রিগান, জিসান, সুয়াইবসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ মানুষকে পাখি শিকারিদের তথ্য প্রশাসনকে জানিয়ে বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X