শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করতে গিয়ে কুয়াশায় হারালো বরের নৌকা, পরের দিন উদ্ধার 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকল বর যাত্রীকে উদ্ধার
expand
ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকল বর যাত্রীকে উদ্ধার

ঘন কুয়াশার কারণে যমুনা নদীতে পথ হারিয়ে মাঝনদীতে আটকে পড়ে বর-কনেসহ ৩৮ জন যাত্রী বহনকারী একটি নৌকা। পরে প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান সানি (২৫)-এর সঙ্গে বগুড়া শহরের সাপগ্রাম চারমাথা এলাকার এক তরুণীর বিয়ের অনুষ্ঠান ছিল।

শুক্রবার রাত ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে একটি নৌকাযোগে বরযাত্রীরা যাত্রা শুরু করেন। নৌকাটিতে বর, কনে পক্ষের ৪–৫ জনসহ নারী-শিশু মিলিয়ে মোট ৩৮ জন যাত্রী ছিলেন।

যাত্রাপথে হঠাৎ ঘন কুয়াশা নেমে এলে নৌকাটি দিকভ্রান্ত হয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে মাঝনদীতে নোঙর করে রাখা হয় নৌকাটি। রাতের আঁধার ও কুয়াশার কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। তবে নৌকায় থাকা সবাই নিরাপদ ছিলেন।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় মাছ ধরার দুটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রলারগুলোর সহায়তায় নৌকাটিকে পথ দেখিয়ে জামথল ঘাটের দিকে নিয়ে আসা হয়। দুপুর ১২টার দিকে নৌকাটি নিরাপদে ঘাটে পৌঁছে।

আটকে পড়া যাত্রীদের মধ্যে রাশেদুল ইসলাম বাবু, সিজার চৌধুরী, আকতার হোসেন, বজলু খান ও রফিকুল ইসলাম জানান, রাত ৭টায় যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই কুয়াশার কারণে পথ হারিয়ে নৌকাটি মাঝনদীতে থেমে যায়। ভোরে আবার যাত্রার চেষ্টা করা হলে মাছ ধরার ট্রলারের মাঝিরা পথ দেখিয়ে দেন। এ ঘটনায় কেউ অসুস্থ হয়নি।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, মধ্যরাতে নৌকাটি আটকে পড়ার খবর পাওয়া যায়। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং বরযাত্রীসহ সকলকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান, যাত্রার দুটি ঘাটই সারিয়াকান্দি উপজেলার হলেও নৌকায় থাকা সবাই মাদারগঞ্জের বাসিন্দা হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়। সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশকেও অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের ট্রলারের সহায়তায় নৌকাটি জামথল ঘাটে পৌঁছায়। সকল যাত্রী সুস্থভাবে নিজ নিজ বাড়িতে ফিরে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X