

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি কবরস্থানে প্রবেশ করেন। কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।
এসময় তার সঙ্গে ছিলেন চেয়ারপারসনের সিকিউরিটি টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সামছুল আলম, পিএস আবদুর রহমান সানি ও অন্যান্য কর্মকর্তা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আগারগাঁও নির্বাচন কমিশন থেকে তারেক রহমান বনানীতে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে যাচ্ছেন।
এর আগে দুপুর ১টায় তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে এনআইডি নিবন্ধন সম্পন্ন করেন। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন।
এ সময় তিনি বিজয় সরণি মোড় হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে বনানীর দিকে যান। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন। পরবর্তী কর্মসূচি এ বিষয়ে পরে জানানো হবে।
এদিন সকাল ১১টার পর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও শহিদ ওসমান হাদির কবরে দোয়া ও মোনাজাত করেন। এরপর তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে নিজের এনআইডি নিবন্ধন সম্পন্ন করেন এবং বনানী কবরস্থানে পৌঁছান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। অনেকেই ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে আসেন।
মন্তব্য করুন

