শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা, কাফনের কাপড় পরে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম
কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা
expand
কুমিল্লা-৭ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে উত্তেজনা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মিছিল করেন।

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশের পর একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশন এলাকায় গিয়ে পৌঁছালে বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব পদ থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগ দেওয়া সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদকে কুমিল্লা-৭ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকা চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন মনোনয়ন থেকে বঞ্চিত হন।

গত ২৪ ডিসেম্বর সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপিতে যোগ দেন ড. রেদোয়ান আহমেদ। একই দিন দুপুরেই তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। অন্যদিকে ওই দিন বিকেলেই আতিকুল আলম শাওন সমর্থিত নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর পর থেকেই এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ প্রকাশ পেতে থাকে।

ড. রেদোয়ান আহমেদ ২০০৬ সালে বিএনপি ত্যাগ করেন এবং ২০০৭ সালে কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে গঠিত এলডিপিতে যোগ দিয়ে মহাসচিবের দায়িত্ব পালন করেন। অপরদিকে আতিকুল আলম শাওনের পরিবার দীর্ঘদিন ধরে চান্দিনায় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা খোরশেদ আলম ২০০৬ সালের পর থেকে চান্দিনা উপজেলা বিএনপির নেতৃত্ব দেন এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। তিনি ২০১৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

খোরশেদ আলমের মৃত্যুর পর আতিকুল আলম শাওন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব নেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সাল থেকে তিনি এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে আসছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আতিকুল আলম শাওন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূঁইয়া। তাঁরা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দিলে দল সাংগঠনিক সংকটে পড়বে।

বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X