শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩, স্বর্ণালংকার ও পাসপোর্ট উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

হবিগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের পুরান বাজার এলাকায় সংঘটিত চুরির ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে। এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ ২৭ ডিসেম্বর বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মোঃ পরহান মিয়া (২২)-কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার, ১টি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রধান আসামি মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X