

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার আলমাস খানের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান, আনোয়ার হোসেন ছিলেন অত্যন্ত ভদ্র, শান্ত স্বভাবের ও পরিশ্রমী একজন যুবক। প্রবাসে কঠোর পরিশ্রম করে পরিবারকে সহায়তা করতেন তিনি। আগামী দুই মাসের মধ্যেই তার দেশে ফিরে বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
স্থানীয় ইউপি সদস্য মো. চাঁন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আনোয়ার প্রায় ১০ থেকে ১২ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি ফ্রি ভিসায় কাজ করতেন। শুক্রবার রাতেই তার মৃত্যুর খবর পরিবার ও এলাকাবাসীর কাছে পৌঁছায়।
আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। আত্মীয়স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
মন্তব্য করুন
