শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী পূর্ব থানায় সমাজকল্যাণ পরিষদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
ফ্রি চিকিৎসা ক্যাম্প
expand
ফ্রি চিকিৎসা ক্যাম্প

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৮ নং ওয়ার্ডে সামাজিক সংগঠন ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ শনিবার (২৭ ডিসেম্বর) ধূমকেতু স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পে এলাকার সাধারণ ও অসহায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রোগীদের এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক উভয় চিকিৎসা সেবা দেওয়া হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগ নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ফখরুল আলম সিফাত, উপদেষ্টা আবুল বাশার, সংগঠনের আহ্বায়ক ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল কালাম আজাদ, এছাড়া ইসলামপুর সমাজকল্যাণ পরিষদ ও ৪৮ নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

ফখরুল আলম সিফাত বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার অংশ হিসেবে ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আবুল কালাম আজাদ জানান, এর আগে ইসলামপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এলাকায় ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, “ধারাবাহিকভাবে এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

এ মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বেশি জনসেবামূলক কার্যক্রমের প্রত্যাশা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X