শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম
expand
জামায়াতে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম

রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়ে কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ সময় তিনি জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, তার এ যোগদান কিশোরগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী, ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, ভৈরব পৌর জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শাজাহান সরকারসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন মুক্তিযোদ্ধার জামায়াতে ইসলামীতে যোগদান দলকে আরও শক্তিশালী করবে এবং নৈতিক রাজনীতির পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন জামায়াতে ইসলীতে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। তার যোগদানের ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের এ সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X