শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রায়পুরে বিক্ষোভ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল
expand
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্র ও সাধারণ মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রায়পুর পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্র-জনতার এই বিক্ষোভ ও মিছিলের নেতৃত্ব দেন হাছান রাকিব, ফারহান খান নাইম, মনির সাকিব ও রায়হান হোসেন।

এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা স্বৈরাচারবিরোধী ও ভারতবিরোধী স্লোগানও উচ্চারণ করেন। স্লোগানে পুরো পৌর শহরে প্রতিবাদী ও উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড একটি নির্মম ও পরিকল্পিত হত্যা। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনো বিচার কার্যক্রমে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা জনমনে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

বক্তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X