

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ভারতীয় ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম বাবু (২৯)।
বুধবার (২৪ ডিসেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীন ঘিবা বিওপির একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় ২নং ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে। জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংগতি দেখা দিলে টহলদল তার বহনকৃত বস্তা তল্লাশি করে।
এ সময় বস্তার ভেতর থেকে ৪৩ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও সীমান্ত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
মন্তব্য করুন
