মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতাকে গুলি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল জোরদার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
সীমান্তে টহল জোরদার
expand
সীমান্তে টহল জোরদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলির পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে বিজিবি।

সোমবার (২২ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ৫৯ বিজিবি ব্যাটেলিয়ন ২০টি অতিরিক্ত টহল দল বৃদ্ধির পাশাপাশি ১০টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কাজ শুরু করেছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ও অপরাধীরা যাতে ভারতে পালাতে না পারে তাই অতিরিক্ত টহল বৃদ্ধি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

চেকপোস্টগুলোতে বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। এমনকি চেকপোস্টগুলোতে তল্লাশি কাজে যোগ দিয়েছে ডগ স্কোয়াড। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অরক্ষিত তারের বেড়া নেয় এমন এলাকাগুলোতে বাড়তি সর্তক অবস্থান নেয়া হয়েছে বলে জানায় বিজিবি অধিনায়ক।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনায় দুর্বৃত্তরা প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব শিকদারের মাথা লক্ষ করে গুলি চালায়। এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X