

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৪০ কেজি ওজনের বিরল ও বিশাল আকৃতির শাপলা পাতা মাছ (স্থানীয়ভাবে হাউস মাছ)।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বড়খেরীর মাছঘাট বাজারে মাছটি নিলামে তুলে ৭৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কীর্তন মাঝি ও তাঁর সহযোদ্ধা জেলেরা রামগতির দক্ষিণে মেঘনা নদীর মোহনায় মাছটি ধরেন। ভোরে জাল তুলতে গিয়ে অতিরিক্ত ভার অনুভব করলে ১২ জন জেলে এবং পাশের আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় মাছটি ট্রলারে তোলা হয়। প্রায় সাড়ে ১১ ফুট চওড়া ও ১৩ ফুট লম্বা (লেজসহ) মাছটি বাঁশ ও দড়ির সাহায্যে ডাঙায় তুলে মাছঘাটে আনা হয়।
বিকেলে মোতালেব বেপারীর আড়ৎ থেকে স্থানীয় ব্যবসায়ী কৃষ্ণ বেপারি মাছটি কিনে নেন। জেলে কীর্তন মাঝি বলেন, দীর্ঘদিন লোকসানে থাকলেও এত বড় মাছ পেয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। ব্যবসায়ীরা জানান, এ ধরনের মাছ এখন খুবই বিরল, তাই মাছটি দেখে সবাই আনন্দিত।
মন্তব্য করুন
