মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেন ফরহাদ ইকবাল

এনপিবি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
ফরহাদ ইকবাল
expand
ফরহাদ ইকবাল

আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের রাজনীতি।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

​অ্যাডভোকেট ফরহাদ ইকবাল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপির একজন শক্ত মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় দলটির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-কে। দলীয় মনোনয়ন না পেলেও স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান এবং সমর্থকদের অনুরোধে ফরহাদ ইকবাল আজ বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

​অ্যাডভোকেট ফরহাদ ইকবাল টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তৃণমূল পর্যায়ে তার ব্যাপক পরিচিতি রয়েছে। দলীয় প্রার্থীর পাশাপাশি তার এই স্বতন্ত্র অবস্থান টাঙ্গাইল-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে স্পষ্ট হবে এই আসনের চূড়ান্ত লড়াই কাদের মধ্যে হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X