

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুর-২ সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে টঙ্গীতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার রাতে (২২ ডিসেম্বর) ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপি ঘোষিত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা টঙ্গীর বিএনপি নেতা ও শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন সরকারকে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
মশাল মিছিলটি টঙ্গী কলেজগেট এলাকা থেকে শুরু হয়ে চেরাগআলী এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা শ্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।
উল্লেখ্য, সম্প্রতি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও আসন বণ্টনের সময় নির্বাচন কমিশন গাজীপুর-২ আসনের কিছু অংশ কেটে টঙ্গী, গাছা ও পূবাইল থানার আংশিক এলাকা নিয়ে গাজীপুর-৬ নামে একটি নতুন সংসদীয় আসন গঠন করে। তবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই নতুন গাজীপুর-৬ আসন বাতিল ঘোষণা করেন।
এদিকে গাজীপুর-২ আসনে আগেই বিএনপির প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় বাতিল হওয়া গাজীপুর-৬ আসনের সম্ভাব্য বিএনপি প্রার্থীরা বিপাকে পড়েন। তারা আর গাজীপুর-২ আসনে প্রার্থী হতে না পারায় মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজপথে আন্দোলনে নামেন।
গত কয়েক দিন ধরেই গাজীপুর-২ আসনের বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে টঙ্গীতে সভা-সমাবেশ করে আসছেন সম্ভাব্য কয়েকজন এমপি প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীরা। তারা সবাই কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন সরকারকে গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী করার দাবি জানিয়ে আসছেন।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপি গাজীপুর-২ আসনে সাবেক এমপি, মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনিকে দলীয় মনোনীত এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
মন্তব্য করুন
