মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড  

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ পূর্বপাড়া নাদের আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরীফ উদ্দিনের তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানাযায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে আরো জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিটে ফলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে আগুন।ফ্যাক্টরিতে থাকা তুলায় আগুন লাগাতে সেখান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিদর্শক মোহাম্মদ মামুন জানান,আমরা ছয়টার সময় খবর পাই এবং ছয়টা পনেরো মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও কাশিমপুর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট সহ মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি।পরে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এর পূর্বেও বেশ কয়েক বার আমবাগ পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এ এলাকায় বার বার আগুন লাগার কারণে এলাকাবাসীরাও অনেক আতঙ্কিত আছেন বলে অনেকেই জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X