সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগের দাবিতে ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ
expand
স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার না করার প্রতিবাদে এবং দায় গ্রহণের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরব পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

কুশপুতুল দাহের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনাদের নাকের ডগা দিয়ে হাদি ভাইয়ের খুনি সীমান্ত পার হয়ে যায়, অথচ আপনারা এসে নাটক করেন। আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের সামনে প্রকাশ্যে ঘোরাফেরা করে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা গিয়ে পুলিশের তরকারির আলু দেখেন। এমন ব্যর্থতার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার কোনো নৈতিক অধিকার আপনার নেই। অবিলম্বে সসম্মানে পদত্যাগ করুন।

বক্তারা আরও বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ। দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, সহসাধারণ সম্পাদক আল আমিন সাদি, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সিহাব উদ্দিন তুহিন, খেলাফত মজলিস ভৈরব পৌর শাখার সভাপতি আনাস মাহমুদ, এনসিপি প্রতিনিধি আশরাফুল ইসলাম, মোহাম্মদ আলভি প্রমুখ।

কর্মসূচি চলাকালে শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X