সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি এনসিপি 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই। জেলা ও মহানগরের মধ্যে এখন দ্বন্দ্ব প্রকট। এ অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে দলটির প্রার্থীই ঘোষণা করা হয়নি। তবে দ্রুতই রাজশাহীতেও প্রার্থী দেওয়া হবে বলে আশা নেতাকর্মীদের।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে অন্তত তিনটিতে এনসিপি প্রার্থী দেবে বলে নেতাকর্মীরা জানাচ্ছিলেন। এরমধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দলটির রাজশাহী মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান, রাজশাহী-২ (সদর) আসনে মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রার্থী হতে মাঠে সক্রিয় হয়েছিলেন।

এরমধ্যে মোবাশ্বের আলী নিজের ফেসবুকে রাজশাহী সদর আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছিলেন। গত ১০ ডিসেম্বর ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি, তাতে রাজশাহীর একটি আসনও নেই। গত ২৯ নভেম্বর জেলা কমিটি ঘোষণার পর রাজশাহীতে দলটিতে অস্থিরতা চলছে। এ জন্য প্রার্থী ঘোষণা করা হয়নি বলে অনেকেই মনে করছেন।

জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, ‘প্রার্থী কেন ঘোষণা করা হয়নি, সেটা কেন্দ্রীয় নেতারা ভাল বলতে পারবেন। আমাকে এলাকায় কাজ করার জন্য কেন্দ্র থেকেই বলেছিল। হালকা নির্বাচনি তৎপরতাও শুরু করেছিলাম। এখন হয়ত তাদের বেটার পলিসি আছে। তবে সাংগঠনিকভাবে দল রাজশাহীতে দুর্বল, নিঃসন্দেহে তারা এটা মনে করছে। তাই হয়ত এখানে কোনো আসনেই প্রার্থী ঘোষণা করা হয়নি।’

গত ২৯ নভেম্বর এনসিপির জেলা কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। মোবাশ্বের আলীর অনুসারীরা অভিযোগ তোলেন, সাইফুল আওয়ামী দোসর। এ অভিযোগে মোবাশ্বেরের অনুসারীরা মাঠে নামেন। তারা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের বিরুদ্ধেও নানা শ্লোগান দেন।

মোবাশ্বের আলী বলেন, ‘ইমরান ইমন কেন্দ্রীয় মনোনয়ন কমিটির রাজশাহী বিভাগের প্রধান। তিনি নিজেও রাজশাহী-৬ আসনের সাম্ভাব্য প্রার্থী। তার নামও প্রথম দফার মনোনয়নপ্রাপ্তদের তালিকায় নেই। তারা রাজশাহী নিয়ে কী ভাবছেন, সেটা আমরা জানি না।’

এনসিপির রাজশাহী জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘রাজশাহীতে এনসিপি অবশ্যই সাংগঠনিকভাবে দুর্বল নয়। নতুন দল হিসেবেও আমরা যথেষ্ট গুছিয়ে উঠেছি। কিন্তু মিথ্যা অভিযোগ তুলে আমাকে নিয়ে বিশৃঙ্খলা করে একটিপক্ষ পরিস্থিতি খারাপ করে ফেলেছে। মহানগরের সেই পক্ষটি জেলাকেও নিয়ন্ত্রণ করতে চায়। এসব কারণেই এখনও এখানে প্রার্থী দেওয়া হয়নি।’

এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য মিঠুন সরকার বলেন, ‘জেলা কমিটি নিয়ে বিশৃঙ্খলা প্রার্থী ঘোষণা না করার কারণ হতে পারে। আবার হয়ত সে রকম ব্যক্তিত্ব এখনও পাওয়া যায়নি। কারণ, নির্বাচন করতে হলে তো গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সামর্থ্যসহ বেশকিছু বিষয় আছে। তবে আমরা আশাবাদী যে, দ্রুতই রাজশাহীতেও প্রার্থী দেওয়া হবে।’

জানতে চাইলে এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন বলেন, ‘আমরা তো ৩০০ আসনেই প্রার্থী দেব। সব আসনে প্রার্থী ধারাবাহিকভাবে ঘোষণা করা হবে। এটা নিয়ে প্রসেসিং চলছে। খুব শিঘ্রই রাজশাহীতেও এনসিপির প্রার্থী ঘোষণা করা হবে।’ এনসিপির জেলা কমিটি নিয়ে বিশৃঙ্খলার কারণে এখানে প্রার্থী ঘোষণায় বিলম্ব কি না, জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

ইমরান ইমন বলেন, ‘ভুল বোঝাবুঝি থেকে এ রকম একটু ঝামেলা হতে পারে। সেটা মিটে যাবে। এটা নিয়ে তো কেন্দ্র কাজ করছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X