সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে চুয়াডাঙ্গা-২ আসনকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করব: বাবু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু
expand
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, "আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সরকার নিরলস কাজ করছে। আমরা বিশ্বাস করি, একটি অবাধ নির্বাচনের মাধ্যমেই দেশের জন্য সঠিক ও যোগ্য নেতৃত্ব উঠে আসবে।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান বাবু নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরে তিনি আরো বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের (দামুড়হুদা ও জীবননগর) অবহেলিত জনপদকে একটি আধুনিক ও আদর্শ সংসদীয় আসনে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, উন্নত সড়ক অবকাঠামো এবং কৃষি ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে চুয়াডাঙ্গা-২ আসনকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার বলিষ্ঠ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের সিদ্ধান্তই শেষ কথা। নির্বাচিত হলে দামুড়হুদা ও জীবননগর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন এবং জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X