সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাস–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, আহতের ১৭ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
আহতের ১৭ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু
expand
আহতের ১৭ দিন পর স্কুলছাত্রীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্কুলছাত্রী ফারজানা (১১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

দুর্ঘটনার ১৭ দিন পর সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

নিহত ফারজানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের ফিরোজ শেখের মেয়ে। সে ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ বছর লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছিল।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার কৈডুবী রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হন।

ওই দুর্ঘটনায় ইজিবাইকে থাকা ফারজানা ও তার মা শান্তা খন্দকার গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ ১৭ দিন চিকিৎসা ও চিকিৎসকদের প্রাণপণ চেষ্টার পরও ফারজানাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘারুয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন জানান, সোমবার বাদ জোহর গ্রামের বাড়িতে ফারজানার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X