সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ
expand
ডা. জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন সংগ্রহ

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ৩টার সময় নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। ‎ ‎উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানের কাছ থেকে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। ‎ ‎মনোনয়নপত্র সংগ্রহের পর নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, দীর্ঘকাল পর দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এভাবে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারিনি। আজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র তুলতে পেরে আমরা আনন্দিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X