সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দীপু চন্দ্র দাস হত্যাকান্ডে গ্রেপ্তার ১২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম
দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের  আসামিরা
expand
দীপু চন্দ্র দাস হত্যাকান্ডের আসামিরা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা ও পরে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ জনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা প্রত্যেক আসামির জন্য পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত শুনানি শেষে তিন দিন মঞ্জুর করেন এবং তদন্ত সংশ্লিষ্টরা তাদের সুবিধাজনক সময়ে রিমান্ড কার্যকর করতে পারবেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—আশিকুর রহমান, কাইয়ুম, লিমন সরকার, তারেক হোসেন, মানিক মিয়া, এরশাদ আলী, নিজুম উদ্দিন, আলমগীর হোসেন, মিরাজ হোসেন আকন, আজমল হাসান সগীর, শাহিন মিয়া ও নাজমুল।

পুলিশ ও র‌্যাবের তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। এরপর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার পেছনে কী কারণ ছিল এবং কেন পুলিশকে না জানিয়ে এমন সহিংসতা হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের পরিবারের অভিযোগ, উৎপাদন বাড়ানো নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দীপু চন্দ্র দাসকে মিথ্যা অভিযোগে হত্যা করা হয়েছে। নিহত দীপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি দুই বছর ধরে ওই পোশাক কারখানায় কাজ করছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X