সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এনসিপি নেতাকে গুলি

কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে বিশেষ চেকপোস্ট বসালেন বিজিবি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
expand
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার আহতের ঘটনায় কুষ্টিয়া-মেহেরপুর সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১ টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন মোতালেব সিকদার। তিনি মৃত মুসলিম সিকদারের ছেলে এবং খুলনা মহানগরীর শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত আটক এবং তাদের সীমান্ত অতিক্রম রোধে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মেহেরপুর জেলার গাংনী এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও পাহারা জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় মোট ৮টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের সঙ্গে দ্বিগুণ টহল কার্যক্রম চালানো হচ্ছে। চেকপোস্টগুলোতে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে কোনো দুষ্কৃতকারী সীমান্ত অতিক্রম করতে না পারে।

বিজিবি আরও জানায়, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X