সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে যুবলীগ নেতা জুনায়েদ গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম
মো. জুনায়েদ মিয়া (৪৫)
expand
মো. জুনায়েদ মিয়া (৪৫)

লাখাইয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু’ অভিযানে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের মৃত সাজু মিয়ার ছেলে করাব ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. জুনায়েদ মিয়া (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ এসআই মো. আক্তারুজ্জামান, এসআই প্রণয় কুমার সরকার, এসআই নুরুল ইসলাম মোল্লা, এসআই মো. ময়নাল খান ও সঙ্গীয় পুলিশ ফোর্স সোমবার (২২ ডিসেম্বর) বুল্লা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জুনায়েদ মিয়া লাখাই থানার মামলা নং-০৮, তারিখ ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি., ধারা ১৫(৩)/২৫ডি, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, তার রাজনৈতিক কার্যক্রম পূর্বেই নিষিদ্ধ ছিল।

লাখাই থানার ওসি মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান শেষে আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X