সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, দুই দিন সূর্যের দেখা নেই

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন
expand
কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সোমবার ( ২২ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়।

সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন।

গত দু’দিন সূর্যের দেখা মেলেনি এ অঞ্চলে। তবে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও বেলা ১২টার পর সূর্যের দেখা মিলে। সূর্যের এই উত্তাপটুকুই আর্শীবাদ হয়েছে এ জেলার মানুষের।

চুয়াডাঙ্গায় ক্রমেই শীত বাড়ায় বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশেষ করে রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের কষ্ট আরও তীব্র আকার ধারণ করেছে। হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে।

তবে হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও সকালে শীত অনুভূত অনেক বেশি হচ্ছে ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আগামীদিনে তাপমাত্রা আরো কমবে। তবে সূর্যের দেখা মিলবে, রোদ থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X