রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হাদির স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
যশোরে হাদির স্মরণে জামায়াতের দোয়া
expand
যশোরে হাদির স্মরণে জামায়াতের দোয়া

দুর্নীতি, স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মত্যাগ বৃথা যাবে না—বরং তার রক্ত থেকেই জেগে উঠবে হাজারো প্রতিবাদী কণ্ঠ। এমনই দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, হাদির হত্যাকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না; বরং ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করবে।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ বক্তারা শহীদ হাদির সংগ্রামী জীবন, আদর্শ ও সাহসী নেতৃত্বের কথা তুলে ধরেন এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সভায় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর বলেন, “স্বৈরশাসন সাময়িকভাবে নিপীড়ন চালাতে পারে, কিন্তু মানুষের আন্দোলন ও চেতনাকে দমন করতে পারে না। শরীফ ওসমান হাদি ছিলেন অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। তার আত্মত্যাগ নতুন এক সংগ্রামের অধ্যায় রচনা করেছে।”

সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, “একজন হাদিকে হত্যা করে হাজারো প্রতিবাদী কণ্ঠকে থামিয়ে রাখা যাবে না। গণমানুষের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।”

যশোর–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, “এই হত্যাকাণ্ড শুধু একজন নেতাকে হারানো নয়, এটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা অফিস সেক্রেটারি নূর-ই আলী আল মামুন এবং শহর সভাপতি ইসমাইল হোসেন। তারা শহীদ হাদির আদর্শে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্মরণসভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বক্তারা বলেন, ইতিহাস সাক্ষী—যারা মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ায়, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। শরীফ ওসমান হাদি তেমনই এক সাহসী নাম, যার আদর্শ আগামীর প্রজন্মকে পথ দেখাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X