

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়েও চলছে ধারাবাহিক আলোচনা। হোয়াইট হাউসের দাবি, খুব শিগগিরই এই চুক্তি সম্পন্ন হতে পারে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, “প্রেসিডেন্ট মোদির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং তারা প্রায়ই কথা বলেন।
তিনি আরও বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার নানা বিষয়ে দুই পক্ষের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। লেভিটের ভাষায়, ভারতের সঙ্গে প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত রয়েছেন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরে গিয়েও মোদির প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবচেয়ে সুদর্শন ও শক্তিশালী নেতা।” পাশাপাশি, খুব শিগগিরই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে বলেও আশ্বাস দেন তিনি।
এর কিছুদিন আগে ট্রাম্প দাবি করেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পক্ষ থেকে সেই দাবি স্পষ্টভাবে অস্বীকার করা হয়। নয়াদিল্লির বক্তব্য, যে ফোনালাপের ভিত্তিতে ট্রাম্প এমন মন্তব্য করেছেন, তেমন কোনো ফোনকল আদৌ হয়নি। যদিও দীপাবলির শুভেচ্ছা জানাতে ট্রাম্প মোদিকে ফোন করেছিলেন-এ তথ্য নিজেই এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। তবে সেই আলাপে রুশ তেল কেনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে উল্লেখ করেননি তিনি।
ট্রাম্প এর আগেও দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতির পেছনে তাঁর ভূমিকা রয়েছে। তবে এই দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার।
মন্তব্য করুন
