

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানরা। এরই মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনায় পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানা যায়, নিউইয়র্কের একটি সড়কে গাড়িবহর নিয়ে আটকা পড়েন ম্যাক্রোঁ। ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর রাস্তা দিয়ে অতিক্রম করছিল। ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ।
সড়ক অবরুদ্ধ থাকায় এগোতে না পেরে অবশেষে সরাসরি ট্রাম্পকে ফোন করেন ফরাসি প্রেসিডেন্ট। এর পর পরিস্থিতি সহজ হলে তাকে রাস্তা অতিক্রমের অনুমতি দেওয়া হয়। তবে পুরোটা পথ গাড়িতে যাওয়া সম্ভব হয়নি—শেষ অংশটা হেঁটে যেতে হয়েছে ম্যাক্রোঁকে।
জাতিসংঘ অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশ্ব নেতাদের উপস্থিতির কারণে শহরের ভেতরে নানা স্থানে যানবাহন চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
মন্তব্য করুন
