

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ডেনমার্কের অধীনস্থ এই বিশাল আর্কটিক দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে বিরোধ আরও তীব্র করতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে। এসব দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের আওতায় রয়েছে।
ট্রাম্প আরও বলেন, ১ জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে এবং যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছানো পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।
এর আগে একাধিকবার ট্রাম্প জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা অর্জন ছাড়া তিনি অন্য কোনো সমাধানে রাজি নন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড-উভয় পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই।
এদিকে চলতি সপ্তাহে প্রকাশিত রয়টার্স/ইপসসের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাঁচজনের মধ্যে একজনেরও কম গ্রিনল্যান্ড অধিগ্রহণের ধারণাকে সমর্থন করছেন। সূত্র: রয়টার্স
মন্তব্য করুন

