শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড নিয়ে যা বলব হোয়াইট হাউস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম
গ্রীনল্যান্ড
expand
গ্রীনল্যান্ড

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে—এমন ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ইউরোপ ও কানাডার নেতারা আর্কটিক অঞ্চলের এই দ্বীপকে সেখানকার জনগণের সম্পত্তি বলে দাবি করার পরই ওয়াশিংটনের পক্ষ থেকে এমন অবস্থানের কথা সামনে আসে।

বুধবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ডকে অধিগ্রহণের বিষয়টি জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন। তার মতে, আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব মোকাবিলায় এটি কৌশলগতভাবে জরুরি।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই লক্ষ্য বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার উপদেষ্টারা বিভিন্ন সম্ভাব্য পথ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকেও কাজে লাগানো হতে পারে—এমন সম্ভাবনার কথাও সেখানে তুলে ধরা হয়।

আলজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘদিনের মিত্র দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের যেকোনো উদ্যোগ ন্যাটো জোটের ভেতরে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি এতে ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় নেতৃত্বের মধ্যকার দূরত্ব আরও বাড়তে পারে।

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন নয়। তার প্রথম মেয়াদে, ২০১৯ সালেই বিষয়টি প্রকাশ্যে আসে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে কারাকাসে পরিচালিত এক অভিযানের পর বিষয়টি আবার আলোচনায় ফিরে আসে।

এই ঘটনাগুলোর পর ট্রাম্প মন্তব্য করেন, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব ও কর্তৃত্ব আর কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। একইসঙ্গে তিনি কলম্বিয়া ও কিউবার ওপরও চাপ বাড়িয়েছেন। তার যুক্তি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে সেখানে রাশিয়া ও চীনের জাহাজের উপস্থিতি বাড়তে পারে, যা সামাল দেওয়ার সক্ষমতা ডেনমার্কের নেই।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডে বসবাস করেন মাত্র প্রায় ৫৭ হাজার মানুষ। স্থানীয় জনগণ বারবার স্পষ্ট করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে আগ্রহী নন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X