

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের সাম্প্রধানের “পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার” মন্তব্যের পর পাল্টা কড়া ভাষায় জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
তিনি বলেছেন, যদি ভারত যুদ্ধ ঘোষণা করে, তাহলে ভারতের বিমানযুদ্ধ প্রতিপক্ষ হিসেবে হারানো বিমানবাহিনীর ধ্বংসস্তূপের নিচেই ভারতকে “কবর দিতে” হবে — এমনই হুমকি দিয়েছেন তিনি।
জিও নিউজ সংক্রান্ত শিরোনামে প্রকাশিত এক পোস্টে আাসিফা বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যগুলো তাদের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা মাত্র।
তিনি দাবি করেন, এসব কণ্ঠস্বরের আড়ালে দেশের অভ্যন্তরীণ চাপ ও জনমতের অবস্থা প্রতিফলিত হচ্ছে।
পাকিস্তানি উর্ধ্বতন সামরিক কথাবার্তায় আরও বলা হয়েছে— যদি ভারত আগ্রাসন টেনে আনে, পাকিস্তান পিছু হটবে না; জবাব হবে দ্রুত, সুনির্দিষ্ট ও বিধ্বংসী।
আইএসপিআরের ভাষ্য, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের কিছু কর্মকাণ্ডকে সীমান্তপারের সন্ত্রাসবাদের উৎস হিসেবে চিহ্নিত করেছে এবং ভারতের নেতারা নিজেরাই তাদের সামরিক সক্ষমতার বাস্তব চিত্র ভুলে ফেলছেন।
তারা সতর্ক করেছেন যে, “মানচিত্র থেকে মুছে ফেলার” হুমকি বাস্তবে রূপ নিলে উভয়পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।
এর আগে গত মে মাসে দুই দেশের মধ্যে তাদের সাম্প্রতিকতম বড় সংঘাত হয়। সূত্র বলছে, জুম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকবাহী একটি গাড়িতে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর উত্তেজনা তীব্র হয়; নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে।
উত্তরের প্রতিক্রিয়াতে পাকিস্তান পরিচালিত ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’-এ পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ও একাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে। চার দিনজুড়ে চলে সংঘর্ষ; এরপর ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
মন্তব্য করুন
