শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নেপালের অভ্যুত্থানের পর সমঝোতায় মমতা-মোদি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
মোদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মমতা
expand
মোদিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মমতা

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা করেছেন।

শিলিগুড়ি জেলার চিকেন’স নেক এলাকা দিয়ে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ নেপাল-ভারত সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন মমতা।

বৈঠকের পর তিনি জানান, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা একমত।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শিলিগুড়ি সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং এসএসবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হবে।

নেপালের অভ্যুত্থানের পর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও নকশালপন্থী প্রভাবের সম্ভাবনা বেড়ে যাওয়ায় মমতা কেন্দ্রের সঙ্গে সমঝোতায় আসেন, যা দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন