

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত।
বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা থেকে পাওয়া অনুরোধের প্রাপ্তি স্বীকার করেছে ভারত।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ নতুন করে একটি আবেদন পাঠিয়েছে, যা তাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর পাঠানো হয়েছে।
২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগে, গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন ব্যাপক আন্দোলনের মধ্যে বাংলাদেশ ত্যাগ করে তিনি ভারতে চলে আসেন। তখন থেকেই তিনি দেশটির একটি অঘোষিত স্থানে অবস্থান করছেন। তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ দুইবার চিঠি পাঠালেও এবারই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করল।
সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, “হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এটি বিচারাধীন ঘটনাবলির অংশ, তাই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি যাচাই করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ, এবং এ বিষয়গুলোতে সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখা হবে।”
গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনকারীদের হত্যার অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর চলতি মাসে ঢাকা আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায়। এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের অনুরোধ দিল্লির কাছে পাঠানো হয়েছিল। বর্তমানে বাংলাদেশ সরকারের পাঠানো ওই চিঠি ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।
মন্তব্য করুন