শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের বিমানবন্দরে সাইবার হামলা, শত শত ফ্লাইট বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে সাইবার হামলা। ছবি: আল-জাজিরা
expand
ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে সাইবার হামলা। ছবি: আল-জাজিরা

ইউরোপের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। চেক-ইন ও বোর্ডিং পরিষেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলার কারণে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে হয়েছে।

কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সিস্টেমে ‘প্রযুক্তিগত জটিলতা’ তৈরি হয়েছে এবং সমস্যা সমাধান করতে কিছুটা সময় লাগবে।

প্রতিষ্ঠানটি বিশ্বের বহু এয়ারলাইন্স ও বিমানবন্দরকে চেক-ইন ও বোর্ডিং সেবা দিয়ে থাকে। ইউরোপের উল্লেখযোগ্য সংখ্যক বিমান পরিবহন সংস্থা তাদের গ্রাহক হওয়ায় এই হামলায় বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। যাত্রীদের সঠিক সময়ে ফ্লাইটে ওঠার সুযোগ না থাকায় একে একে ফ্লাইট বাতিলের ঘোষণা দিতে বাধ্য হচ্ছে বিমান সংস্থাগুলো।

লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিবন্ধিত ফোন নম্বরে মেসেজ পাঠিয়ে ফ্লাইট বাতিলের তথ্য জানাচ্ছে। তবে ইউরোপের সব বিমানবন্দর এতে ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারনেটভিত্তিক সেবা না পাওয়া পর্যন্ত যাত্রীদের ম্যানুয়ালি সেবা দেওয়া হবে। তবে এতে কিছুটা দেরি হবে। তিনি আরও বলেন, যদি সমস্যা দ্রুত সমাধান না হয়, তবে প্রতিটি ফ্লাইটের নির্ধারিত সময় গড়ে প্রায় এক ঘণ্টা পিছিয়ে যেতে পারে।

সূত্র : ডেইলি মেইল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন