মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হিজবুল্লাহ কখনো আত্মসমর্পণ করবে না: নাঈম কাসেম

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম
হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। ছবি: সংগৃহীত
expand
হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ কখনো আত্মসমর্পণ করবে না: নাঈম কাসেমলেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাঈম কাসেম ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা রয়েছে তা ব্যর্থ হবে।

তিনি বলেন, কোনো শক্তিই তাদের অস্ত্র কেড়ে নিতে পারবে না এবং হিজবুল্লাহ কখনো আত্মসমর্পণ করবে না।

শুক্রবার (৫ ডিসেম্বর) নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ আলেমদের ত্যাগই হিজবুল্লাহর এগিয়ে চলার প্রেরণা তাদের রক্ত আমাদের শক্তির উৎস এবং তাদের লেখা আমাদের পথ দেখায়।

নাঈম কাসেম দাবি করেন, হিজবুল্লাহর অগ্রযাত্রা লেবাননসহ বিশ্বের অনেককে বিস্মিত করেছে। তার ভাষায়, শত্রুরা হিজবুল্লাহকে নির্মূল করতে চেয়েছিল, কারণ সংগঠনটি দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক হয়ে উঠেছে।

তিনি বলেন, হিজবুল্লাহ জাতীয় ঐক্য গঠনের শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে এবং লেবাননকে রক্ষা ও পুনর্গঠনের প্রয়োজনে যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বা সহযোগিতায় প্রস্তুত।

ইসরায়েলের দখলদার নীতি ও আগ্রাসন প্রসঙ্গে তিনি জানান, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি হামলা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই।

তার মতে, আন্তর্জাতিক শক্তিগুলো হিজবুল্লাহকে দুর্নাম দিতে চায়, কারণ সংগঠনটি মুক্তি, মর্যাদা ও দেশরক্ষার আদর্শিক অবস্থান তুলে ধরে।

হিজবুল্লাহর রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, সংগঠনটি লেবাননের প্রতিরোধ শক্তির একটি অপরিহার্য অংশ—এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সম্প্রদায়ের সঙ্গে কাজ করেছে। এমনকি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও বিশেষত ২০০৬ সালের যুদ্ধের সময় ঘনিষ্ঠ সমন্বয় গড়ে ওঠে।

পোপকে পাঠানো হিজবুল্লাহর শুভেচ্ছাবার্তা নিয়ে প্রতিপক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, হিজবুল্লাহ কারো স্বীকৃতি প্রত্যাশা করে না এবং অন্য কারোও sådan স্বীকৃতি দেওয়ার অধিকার নেই।

তিনি ফের বলেন, হিজবুল্লাহ নিজেদের, জনগণ ও লেবাননকে রক্ষায় অটল থাকবে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করবে না।

শেষে নাঈম কাসেম জানান, সংগঠন হিসেবে তাদের দায়িত্ব তারা পালন করেছে; এখন দেশের স্বার্থে এগিয়ে আসার দায়িত্ব লেবানন সরকারের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X