শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, মাছ ধরাদের সতর্কবার্তা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম
গভীর সাগরে না যাওয়ার পরামর্শ। (ফাইল ছবি)
expand
গভীর সাগরে না যাওয়ার পরামর্শ। (ফাইল ছবি)

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মাছ ধরার নৌকা ও ট্রলারকে আপাতত গভীর সমুদ্রে না যেতে অনুরোধ করেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৫ আগস্ট) সকালে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, বর্তমানে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে প্রদত্ত সংকেত নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিনের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।

অন্যদিকে আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন